শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান টি-২০ দলে ফিরেছেন হাফিজ
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ১২:৪৮
ক্রিকেট
ই-বার্তা।। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য মঙ্গলবার ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে রাখা হয়েছে মোহাম্মদ হাফিজ।
গত মার্চে ওয়েস্ট ইন্ডিজে শেষবার টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন হাফিজ। এদিকে চোটজনিত সমস্যার কারণে চলমান ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া মোহাম্মদ আমির ফিরেছেন টি ২০ দলে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৬ ও ২৭ অক্টোবর সিরিজের প্রথম দুটি টি ২০ অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচের ভেন্যু লাহোর।
প্রথমে শ্রীলংকার খেলোয়াড়রা পাকিস্তানে খেলতে চাননি। শ্রীলংকা বোর্ডের আশ্বাসে শেষ পর্যন্ত তারা রাজি হন।
এদিকে লাহোরে ২০০৯ সালের সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর আবারও পাকিস্তানে খেলতে রাজি হয়েছে শ্রীলংকা। তবে দলের সবাইকে এই সফরে পাওয়া যাবে না। নিরাপত্তাহীনতার আশঙ্কায় সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টি ২০ অধিনায়ক উপুল থারাঙ্গা।
পাকিস্তান টি ২০ স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রইস, উসমান শিনওয়ারি ও উমর আমিন। ক্রিকবাজ।