ছিনতাইকারীর হামলায় ২ পুলিশ আহত
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ০২:০০
রাজধানী
ই-বার্তা ।। রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারী ধরতে গিয়ে এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমতিয়াজ ও পুলিশের গাড়িচালক কনস্টেবল গোলাম আজম। আহতরা রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে চিকিৎসাধীন।
হাজারীবাগ থানার এএসআই মো. ফেরদৌস জানান, নবাবগঞ্জ পার্কের সামনে সরকারি ঢালাই কাজ শেষে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন পাঁচ শ্রমিক।
পথে মাহাতাব পেট্রলপাম্পের সামনে এলে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের কাছ থেকে আড়াই হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে ওই শ্রমিকরা ছিনতাইয়ের বিষয়টি এলাকায় টহলরত পুলিশকে জানায়।
এর পর টহল পুলিশ ছিনতাই করা মোবাইলগুলোয় ফোন দেয়। হঠাৎ এক জায়গায় ফোন বেজে উঠলে পুলিশ কয়েকজনকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দুজন আহত হন।
এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
আগের খবর পুরান ঢাকায় আগুন
পরবর্তী খবর পুরান ঢাকায় ২০ লাখ টাকাসহ ডাকাত চক্র আটক