কাপ্তাই লেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| সকাল ১১:৩১
চট্টগ্রাম
ই-র্বাতা।। জিয়াউল হক, রাঙামাটি ॥ শরতের বিকেলে কাপ্তাই লকেরে স্বচ্ছ পানিতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার বিকেলে কাপ্তাই লকেে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় পাহাড়ের দুর-দুরান্ত থেকে পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রতি বছর শেখ রাসেলের জন্মদিনে নৌকা বাইচের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও সহযোগিতার আশ^াস
দেন তিনি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। রাঙামাটি জেলাপ্রশাসক মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহম্মেদ, সিভিল সার্জন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সরোয়ার, সদর সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেদওয়ানুল ইসলাম।
বিজয়ীদের নগদ অর্থ হিসেবে পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি উপজাতীয় নারীরাও অংশ নেয়।
পরবর্তী খবর পরকীয়ার জেরে যুবক খুন প্রেমীকসহ অাটক ৩