সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়নে আপত্তি নেই জেপির


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:০৭ রাজনীতি

ই-বার্তা ।। আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন ইভিএম চালু করলে আপত্তি নেই জাতীয় পার্টি-জেপির।

নির্বাচন কমিশনের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয় দলের পক্ষ থেকে। এর আগে সকাল ১১টায় দলের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসি যদি মনে করে সেনা মোতায়েন দরকার তাতেও আপত্তি নেই দলটির।

পরে বিকেল ৩ টায় ইসির সাথে সংলাপে ওলী আহমেদের নেতৃত্বে এলডিপির ২৫ সদস্যর একটি দল অংশ নেয়। এর মাধ্যমেই শেষ হলো নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ