ল্যাবএইড কার্ডিয়াকে ভ্রাম্যমান আদালত, জরিমানা ১০ লাখ টাকা


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৭:০৮ অপরাধ

ই-বার্তা ।। ভ্রাম্যমাণ আদালত রাজধানীর গ্রীন রোড এলাকার ৪ নম্বর সড়কে অবস্থিত ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। হাসপাতাল ভবনের মূল নকশা না মেনে কার পার্কিংয়ের জায়গা স্টোররুমসহ অন্য কাজে ব্যবহার করা হচ্ছিল।

এ কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এর আগে বিষয়টির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় দেয়া হয়েছিল।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটকল) আতিকুর রহমান বলেন, গ্রীন রোড আবাসিক এলাকায় অবৈধভাবে চলা গেস্টহাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ও উচ্ছেদে এ অভিযান চালানো হয়।

এছাড়া ৫ নং রোডের ১১ নম্বর হোল্ডিংয়ে ‘সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার’ ভবনের প্রথম ও দ্বিতীয় বেজমেন্টে (ভূ-তল) থাকা নকশাবহির্ভূত অফিস কক্ষ, টয়লেট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ