নির্বাচনের মাঠে নিরপেক্ষভাবে কাজ করবে পর্যবেক্ষকরা
ই-বার্তা
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৫:৪০
রাজনীতি
ই-বার্তা ।। নির্বাচনের মাঠে নিরপেক্ষভাবে কাজ করবে পর্যবেক্ষকরা, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে একথা জানিয়েছেন পর্যবেক্ষকদের প্রতিনিধিরা। সংলাপে পর্যবেক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে সংস্থাগুলো।
নির্বাচন ভবনে, কমিশনের সঙ্গে সংলাপ শেষে রোববার সকালে নির্বাচন পর্যবেক্ষকদের ২৪টি সংস্থার প্রধানরা একথা জানান। পর্যায়ক্রমে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে আজ নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছেন নির্বাচন কমিশন।
আগামীকাল নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপ করার কথা রয়েছে।
পরবর্তী খবর রাতে সুষমা-খালেদা বৈঠক