কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন দেখতে চায় ভারত
ই-বার্তা
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার
| সন্ধ্যা ০৬:৫৫
রাজনীতি
ই-বার্তা ।। বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করতে ভারতকে অনুরোধ জানিয়েছে।
ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে রোববার বিকেলে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ হাসান মাহমুদ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ঘণ্টাব্যাপী চলে চতুর্থ জেসিসি বৈঠক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবসন বিষয়ে ভারত যেন তাদের প্রতি চাপ সৃষ্টি করে সেজন্য অনুরোধ জানানো হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিরসনে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন দেখতে চায় ভারত।
আগের খবর রাতে সুষমা-খালেদা বৈঠক