টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যাশা ডি ককের


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | সকাল ১১:১৭ ক্রিকেট

ই-বার্তা।। টেস্টের পর ওয়ানডে সিরিজেও সমর্থকদের একরাশ হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ। দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডেতেও প্রোটিয়াদের বিপক্ষে পাত্তা পাননি টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করছেন, টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। একই আশাবাদ ব্যক্ত করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৮৭ রান করেছেন কুইন্টন ডি কক। গড়টা অবিশ্বাস্য ১৪৩! অনুমিতভাবেই সিরিজ সেরা হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক প্রোটিয়া ক্রিকেটার শন পোলক ডি কককে জিজ্ঞাসা করেন ওয়ানডের ফর্মটা টি-টোয়েন্টিতেও নিয়ে যেতে চান কি না তিনি। উত্তরে ডি কক বলেন, ‘টি-টোয়েন্টিটা একেবারেই ভিন্ন ফরম্যাট। আর বাংলাদেশ দারুণ একটা দল। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে তারা।

প্রথম ওয়ানডেতে ১৪৫ বলে ১৬৮ রান করেন কুইন্টন ডি কক। দ্বিতীয় ম্যাচে করেন ৪৬ রান শেষ ম্যাচে করেছেন ৭৩ রান। পুরো সিরিজে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজেও তাঁর কাছে থেকে এমন পারফরম্যান্স আশা করছে তাঁর দল।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ