জুতার ভিতর ৩৪৮ গ্রাম সোনা
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার
| দুপুর ০১:০৬
অপরাধ
ই-বার্তা ।। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় তার সাথে পাওয়া যায় ৩৪৮ গ্রাম সোনা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, মিলন প্রামাণিক নামের ওই যাত্রী রোববার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন।
তিনি আরও বলেন, “গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে সোনার বার থাকার কথা অস্বীকর করেন। পরে তল্লাশিতে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয় টুকরা সোনা পাওয়া যায়”।
এদিকে শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ক থেকে জানানো হয়, উদ্ধারকৃত সোনার ওজন ৩৪৮ গ্রাম এবং তার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
এবং আটক মিলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।
আগের খবর অর্থের অভাবে ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী খবর আবাসিক হোটেলে অভিযান, আটক ১৬