এসপির ১৯টি এফডিআর হিসাবে ৮ কোটি টাকা
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| সন্ধ্যা ০৬:৩৮
অপরাধ
ই-বার্তা ।। দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ পাচারের দায়ে ফরিদপুর জেলা পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীণা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে। দুদক বলছে, ওই এসপি ও তার স্ত্রীর ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর হিসাবে আট কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার হদিস মিলেছে। যা তারা সম্পদ বিবরণী বা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন রেখেছেন।
রাজধানীর বংশাল থানায় আজ মঙ্গলবার সকালে এ মামলা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মানিলন্ডারিং আইনের ৪ (২) ধারায় মামলাটি করেন। যার নম্বর ৩৭।
মামলার এজাহার থেকে জানা যায়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরী যৌথ নামে ১৯টি এফডিআর হিসাবে আট কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকা রেখেছিলেন। যা ওয়ান ব্যাংকের বংশাল শাখা, এলিফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখাতে গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থ দুদকে দাখিল করা সম্পদ বিবরণী কিংবা আয়কর নথি উপস্থাপন না করে গোপন রেখেছেন।
আগের খবর কারাগারে আপন জুয়েলার্সের তিন মালিক
পরবর্তী খবর টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবাসহ সিএনজি চালক আটক