রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন খালেদা জিয়া


ই-বার্তা প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:৫৩ রাজনীতি

ই-বার্তা ।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ২৯ অক্টোবর কক্সবাজার যাচ্ছেন। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়েছে। খালেদা জিয়ার সভাপতিত্বে সোমবার রাতে এ বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির বেশিরভাগ নেতা।

দেশ ও দলের রাজনৈতিক অবস্থা নিয়ে পর্যালোচনা হয়েছে বৈঠকে। নির্বাচন কমিশনের সঙ্গে হওয়া সংলাপ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এছাড়া রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক নিয়েও দলের নেতাদের অবহিত করেন বিএনপি প্রধান। সামনের দিনে দলের করণীয় বিষয়ও উঠে আসে আলোচনায়। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কাল সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে দলের নেতারা।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ