সেঞ্চুরির পর ৪০০ মেয়ে ভক্তের কল-ম্যাসেজ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার  | দুপুর ০২:১৮ ক্রিকেট

ই-বার্তা।। চলতি মাসে ১৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হকের। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হকের ভাতিজা।

অভিষেক ম্যাচে দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ইমাম-উল-হক। আর সারাবিশ্বের ১৩তম।

সেঞ্চুরি করার পর ভক্তদের কাছ থেকে অসংখ্য ম্যাসেজ ও ফোনকল পেয়েছেন ২১ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে তিনি নাকি ৩০০-৪০০ মেয়ে ভক্তের কাছ থেকে অভিনন্দনের ফোনকল ও ম্যাসেজ পান তিনি।

এ বিষয়ে ইমাম-উল-হক বলেছেন, ‘সেঞ্চুরি করার পর আমি ৩০০-৪০০ মেয়ে ভক্তের কাছ থেকে অভিনন্দনের কল ও ম্যাসেজ পেয়েছি। আমার সামাজিক যোগাযোগ মাধ্যম তো অভিনন্দনের বন্যায় ভেসেছে। শেষমেশ আমি মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। অভিষেকে সেঞ্চুরি করব এটা কখনও ভাবিওনি। আমি খুশি। আমাকে উৎসাহ দেয়ার জন্য আমার সকল ফ্যানকে ধন্যবাদ’।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ