প্রথম টি-টোয়েন্টিতে আজ রাতে মুখোমুখি বাংলাদেশে-দাক্ষণ আফ্রিকা
ই-বার্তা
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:৫০
ক্রিকেট
ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকা খেলতে গিয়ে রীতিমত বিপর্যস্ত বাংলাদেশ জাতীয় দল। টেস্টের পর ওয়ানডে সিরিজে শুধু হোয়াইটওয়াশই নয়, কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টাইগাররা। এর রেশ না কাটতেই আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ব্লুমফন্টেইনের ম্যাঙাউঙ্গ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
আগের দুই ফরমেটে হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগারদের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ইনজুরির কারণে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল ও কাটার মাস্টার মুস্তাফিজ। তাই এই ফরমেটে দুইজন তারকাকে পাচ্ছেন না বাংলাদেশ।
এদিকে প্রথম টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের পাশাপাশি নাসির হোসেনকে একাদশে দেখা যেতে পারে। থাকতে পারেন শফিউল ইসলামও।
অন্যদিকে একাদশ নিয়ে পরীক্ষা চালাতে পারে স্বাগতিক শিবির। বেশ কিছু তরুণ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারে প্রোটিয়ারা।