আত্মপক্ষ সমর্থন করে কাঁদলেন খালেদা জিয়া
ই-বার্তা
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৬:১৯
রাজনীতি
ই-বার্তা ।। খালেদা জিয়া আদালতে দ্বিতীয় দিনের বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে তিনি বলেন, এ মামলা ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আত্মপক্ষ সমর্থনে প্রায় সোয়া এক ঘণ্টা বক্তব্য উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন। এরপর বাকি বক্তব্য উপস্থাপনে খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে বিচারক মো. আখতারুজ্জামান ২ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
আদালতে আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার বিরুদ্ধেও অনিয়ম, দুনীর্তি ও চাঁদাবাজির মামলা হয়েছিল। কিন্তু তার সৌভাগ্য যে আমার মতো তার আদালতে ঘুরতে হচ্ছে না।
এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মকবুল আহমেদ সাক্ষ্য দিয়েছেন।
বেলা পৌনে ১২টার দিকে খালেদা জিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন।