গাছ কাটায় প্রকৌশলী বরখাস্ত
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার
| দুপুর ০২:১০
রাজশাহী
ই-বার্তা ।। নাটোর গণপূর্ত বিভাগের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উত্তরা গণভবনের গাছ কাটায় অনিয়মের ঘটনায়। তাঁরা হলেন নাটোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান ও উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান।
একই সঙ্গে গাছ কাটার ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে।
জেলা প্রশাসক শাহীনা খাতুন আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর উত্তরা গণভবনের মরা পচা গাছ নিলামে বিক্রি করা হলে তার সঙ্গে ১৭টি শতবর্ষী তাজা গাছ কেটে নিয়ে যায় ঠিকাদার। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলে বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।
আগের খবর পিকআপ চাপায় ট্রাকচালকের মৃত্যু