পেঁয়াজের ঝাঁজ যেন কমছে না!
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার
| দুপুর ০২:২৪
রাজধানী
ই-বার্তা ।। পেঁয়াজের ঝাঁজ রাজধানীর বাজারে প্রতিদিনই বাড়ছে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। তবে, কমেছে সব ধরনের সবজির দাম।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরায় বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০ টাকায়। শুক্রবার কেজিতে বেড়ে গেছে ১০ টাকা। ভারতের পেঁয়াজও বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রতি কেজি ৬০ টাকা।
তবে সবজির বাজার কিছুটা নমনীয়। প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে অন্তত ১০ টাকা। বেগুন, পটল, মুলা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।
এদিকে, ইলিশের দাম কিছুটা বেড়েছে। তবে কিছুটা কমেছে অন্যান্য মাছের দাম।