রাখাইনে আবার জাতিসংঘের ত্রান
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৫:২৩
আমেরিকা
ই-বার্তা ।। মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে দুই মাস বন্ধ থাকার পর আবারো ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র বেট্টিনা লুয়েশের বলেছেন, রাখাইনে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করতে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে।
তবে কতদিন এই কর্মসূচি চলবে বা সেখানে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের মধ্যে কী পরিমাণ খাদ্য বিতরণ করা হবে সেটা তিনি জানাতে পারেননি। তিনি বলেছেন, এ বিষয়গুলো এখনো আলোচনাধীন রয়েছে।
বেট্টিনা বলেন, সেখানে কী হচ্ছে তা আগে আমাদের জানতে হবে। ওখানে না গিয়ে কিছু বলা সম্ভব না।
বিশ্ব খাদ্য কর্মসূচি এর আগে ওই অঞ্চলে বৌদ্ধ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ১ লাখ ১০ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে যাচ্ছিল।
পরবর্তী খবর বিচারিক কাজে ওবামা