ভাস্কর্য রাখা বা না রাখার সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের- হাছান মাহমুদ


ই-বার্তা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৩:৪৬ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক।। সুপ্রিম কোর্টের সামনে রাখা গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের এখতিয়ারে, সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের মুখপাত্র হাছান মাহমুদ। গতকাল শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় ঈদগাহের সামনে স্থাপিত কোনো ভাস্কর্য যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে তা নিশ্চিত করা উচিত।’ কিন্তু সুপ্রিম কোর্টের এই ভাস্কর্য সরানো হবে কি হবেনা তার সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট এমনটিই বলেছেন তিনি।
গত মঙ্গলবার গণভবনে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি ঘোষণার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তিনিও এই ভাস্কর্য স্থাপনকে সমর্থন করেন না। এ ব্যাপারে তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলেও জানান। এদিকে হাছান মাহমুদ জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং নামাজের সময় তা যেন না দেখা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন অধিদপ্তরের সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ