বিস্ফোরকসহ তিন জঙ্গি আটক
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার
| দুপুর ১২:০২
অপরাধ
ই-বার্তা ।। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ তিন জঙ্গিকে আটক করেছে র্যাব।
জেলা র্যাব-৫ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান আজ রোববার ভোরে সদর থানার বাবলাবোনা এলাকায় একটি আমবাগানে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হল জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. জেনারুল ইসলাম ওরফে মঈন (২৫), একই এলাকার মো. জিল্লুর রহমানের ছেলে মো. রসুল বক্স (৫০) ও শিবনগর মোড়লপাড়া গ্রামের মৃত মছুর উদ্দিন মো. ইসলাম (৭০)।
র্যাব কর্মকর্তা মুরাদ আরও জানান, আটক জঙ্গিরা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য এবং বাবলাবোনা এলাকার একটি আম বাগানে আট থেকে ১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেসময় অন্যরা পালিয়ে গেলেও নব্য জেএমবির তামিম-সারোয়র গ্রুপের এহসার ও গায়েরে এহসার সদস্য এই তিনজনকে আটক করে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১১শ গ্রাম গান পাউডার ও তিনটি জেহাদি বই উদ্ধার করা হয় বলেও জানান মুরাদ।
পরবর্তী খবর বখাটেরা চুল কেটে নেয়ায় ছাত্রীর আত্নহত্যা