গাড়িবহরে হামলার ঘটনায় খালেদা জিয়ার তীব্র নিন্দা
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার
| দুপুর ১২:৩৮
রাজনীতি
ই-বার্তা ।। ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পথে পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।
এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এ ছাড়া অর্ধশত গাড়ি ভাঙচুর করা হয়।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা চিহ্নিত উল্লেখ করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে চট্টগ্রামে বিভ্ন্নি হোটেলে আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চিহ্নিতরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। সাংবাদিকরাও তাদের হামলা থেকে রেহাই পায়নি।
তিনি আরও বলেন, আশা করছি সরকার তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে আন্তরিকতার পরিচয় দেবে।
শনিবার সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে দফায় দফায় হামলা হয়।
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তীব্র নিন্দা জানিয়েছেন।