রোহিঙ্গার ধারালো অস্ত্রের আঘাতে বাংলাদেশী খুন
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার
| দুপুর ১২:৪৪
অপরাধ
ই-বার্তা ।। কক্সবাজারের রামুতে আব্দুল জব্বার (২৮) নামে বাংলাদেশিকে হত্যা করেছে এক রোহিঙ্গা যুবক।
রামু থানার ওসি মো. লিয়াকত আলী জানান, গতকাল শনিবার বেলা ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জব্বার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খেদারঘোনা এলাকার বশির আহমদ ফকিরের ছেলে।
ঘটনার দেড় মাস আগে মিয়ানমার থেকে এসে খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খেদারঘোনায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা জিয়াবুল হক (২২) ও তার ফুফু ভেওলা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।
রামু থানার ওসি জানান, ভেওলা খাতুন বেশ কয়েক বছর আগে কক্সবাজারে এসেছেন। উখিয়ার কোটবাজার এলাকা থেকে বছরখানেক আগে খুনিয়াপালংয়ের খেদারঘোনায় শুক্কুর নামে এক ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে বন বিভাগের জমির দখল বুঝে নিয়ে তিনি ঘর তোলেন। মাসখানেক আগে সেখানেই আশ্রয় পায় তার ভাইপো জিয়াবুল।
তিনি আরও জানান, সামাজিক বনায়নের ওই জমি নিয়ে শুক্কুর ও আব্দুর জব্বারের মধ্যে বিরোধ ছিল। শনিবার সকালে বাগান পাহারা দেওয়ার সময় আব্দুল জব্বারের ওপর হামলা চালায় জিয়াবুল ও ভেওলা খাতুন।
পরে স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাবুদ বলেন, ওই জমি বনবিভাগের।তা আগে শুক্কুরের দখলে ছিল। শুক্কুর টাকার বিনিময়ে রোহিঙ্গা ভেওলা খাতুনের কাছে দখল ছেড়ে দেন। ভেওলার স্বামী থাকেন মালয়েশিয়ায়।
পরবর্তী খবর রবি মোবাইল টাওয়ারের ২৪ ব্যাটারি চুরি