প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি মামলার প্রতিবেদন ১১ ডিসেম্বর
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৩:১৭
রাজনীতি
ই-বার্তা ।। আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন সোমবার সকালে দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন এ দিন ঠিক করেন।
গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে বিমানটি তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। এর পেছনে নাশকতার কোন ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। পরে গত বছরের ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনের থিত্তিতে ৯ জনকে আসামি করে মামলা ও আসামিদের বরখাস্ত করা হয়।