বাহুবালী-২ এর রের্কড ছাড়িয়ে মেরসাল
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০২:৫৯
বলিউড
ই-বার্তা।। ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে সফল ছবি বাহুবালী। আয় করেছে সর্বোচ্চ টাকা। জনপ্রিয়তাও পেয়েছে অনেক। সে হিসেবে এটিই বলা যায় সফল ছবি।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। তিনি ইলায়াথালাপাথি বা থালাপাথি নামেও পরিচিত। তার অভিনীত সর্বশেষ সিনেমা মেরসাল গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে। সিনেমাটি তামিল বক্স অফিসের বহুল ব্যবসাসফল বাহুবলি টু সিনেমার রেকর্ড ভেঙেছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারতের তামিল নাড়ু রাজ্যে মেরসাল সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। রজনীকান্তের এন্থিরান ও বাহুবলি টু সিনেমার পর এটি তৃতীয় চলচ্চিত্র যা এই মাইলফলক স্পর্শ করল। মুক্তির ১১ দিনে বিজয় অভিনীত মেরসাল ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। টিএন রেকর্ড অনুযায়ী, এর আগে বাহুবলি টু সিনেমাটি মুক্তির ১৭ দিনে এই মাইলফলক স্পর্শ করেছিল।
তবে তামিল সিনেমার একজন সিনিয়র ডিস্ট্রিবিউটর বলেছেন, মেরসাল সিনেমার আয়ের এ তথ্যটি ভুল। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও কাজল আগরওয়াল। সিনেমার গল্পে কাজল-সামান্থা দুজনেই বিজয়ের প্রেমে পড়েন। কাজল পেশায় চিকিৎসক আর সামান্থা উপস্থাপিকার ভূমিকায় অভিনয় করেছেন বলে জানা যায়।
আগের খবর কাল হো না হোতে প্রীতি
পরবর্তী খবর আলিয়ার কোচ ক্যাটরিনা