বিশ্বসুন্দরীদের সঙ্গে চীনের একই মঞ্চে জেসিয়া
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৩১
সিনেমা
ই-বার্তা।। অন্যান্য প্রতিযোগীর মতো লালগালিচায় তাঁকেও পরিচয় করে দেওয়া হয়। এখানে নিজের পরিচয় দিয়ে ক্যাটওয়াক করেছেন জেসিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০০ প্রভাবশালী ব্যবসায়ী নেতা ও চীনের সরকারি কর্মকর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত হলো নিলাম অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগী নিলামের জন্য নিজ নিজ দেশের একটি করে উপহার
সঙ্গে নিয়ে যান। এই নিলাম থেকে দেড় লাখ পাউন্ড পাওয়া গেছে। এই অর্থ মাদার ওয়ার্কসের তহবিলে দান করা হয়। চীনের বিভিন্ন প্রান্তে মায়েদের সহায়তা করছে এই বেসরকারি সংস্থা।
অনুষ্ঠানে স্টেফানি দেল ভালের নেতৃত্বে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এবারের প্রতিযোগীরা সম্মিলিত কণ্ঠে গেয়েছেন মিস ওয়ার্ল্ডের থিম সং লাইট দ্য প্যাশন, শেয়ার দ্য ড্রিম।
আগের খবর শাকিবের বিরুদ্ধে মামলায় অপুর ক্ষোভ
পরবর্তী খবর তানজিন তিশা বাদ, ভবঘুরে ছবিতে পূর্ণিমা