ইউনেস্কো ‘ওয়ার্ল্ডস ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ ৭ মার্চের ভাষণ
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৩৬
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। ইউনেস্কো ‘ওয়ার্ল্ডস ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করেছে একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণকে। এর ফলে ৭ মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে গণ্য হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইউনেস্কোর সদর দফতর ফ্রান্সের প্যারিসে সোমবার জাতিসংঘের এই সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকাভো ওই সিদ্ধান্তের কথা জানান।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘ওয়ার্ল্ডস ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি (আইএসি)। গত ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে ৭ মার্চের ভাষণকে ওই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসি কমিটি।
আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করে ইউনেস্কো। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক দলিলে অন্তর্ভুক্তির মাধ্যমে তালিকাভুক্ত ঐতিহ্যের সংখ্যা দাঁড়ালো ৪২৭টি।
আগের খবর রোহিঙ্গাদের হামলায় আহত ৪ বাংলাদেশি
পরবর্তী খবর কাঁদছে চাঁপাইনবাবগঞ্জ এর হরিমোহন স্কুলের মাঠ