বাংলাদেশকে চল্লিশ ধরনের সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-ওয়ান।


ই-বার্তা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ১২:২৭ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর রেপ্লিকা আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
১৬ ডিসেম্বর ২০১৭ তে দেশের প্রথম এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ এর দিন প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে স্যাটেলাইট নির্মাণের ৬৫ ভাগ ও উৎক্ষেপণ কাজের রকেট নির্মাণের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
উৎক্ষেপণ প্রকল্পের অংশ হিসেবে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য কক্ষপথ কেনার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। উৎক্ষেপিত হওয়ার পর ২০১৮ সালের এপ্রিল থেকে এ স্যাটেলাইটটি বাণিজ্যিক অপারেশন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশকে চল্লিশ ধরনের সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এরকমটি জানিয়েছেন নির্মাণকারীরা। দেশের ইতিহাসের প্রথম এই স্যাটেলাইটের সহায়তায় দেশের টেলিযোগাযোগ ও সম্প্রচার খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন সকলে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ