অখন্ড স্পেনের পক্ষে বাংলাদেশ
ই-বার্তা
প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৬:০৬
রাজনীতি
ই-বার্তা ।। বাংলাদেশ কাতালোনিয়া ইস্যুতে স্পেনের গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অবস্থান ব্যক্ত করেছে।
এর ফলে বাংলাদেশ কার্যত কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।
সম্প্রতি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্ট তাদের অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করেছে।
কাতালোনিয়ার স্বাধীনতার এই ঘোষণাকে স্পেনের সাংবিধানিক আদালত অবৈধ বলার পর সেখানে কেন্দ্রের শাসন জারি করে মাদ্রিদ।
স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে স্পেনের দূতাবাসগুলো কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে স্পেনের অখণ্ডতার পক্ষে সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা শুরু করে।
ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাম পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে মাদ্রিদের পক্ষে সমর্থন চান।
তারপর এক সংবাদ সম্মেলনে স্পেনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে স্পেনের অখণ্ডতার পক্ষে সমর্থন প্রকাশ করুক- সেটাই তারা চান।
এটা করা হলে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য স্পেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো ভূমিকা নিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে বলে রাষ্ট্রদূত আলবারো দে সালাস জানান।