চতুর্থবার প্রকাশ হলো লাদেন হত্যার নথি


ই-বার্তা প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:২২ আমেরিকা

ই-বার্তা ।। সিআইএ লাদেন হত্যার অভিযানে জব্দ করা সাড়ে চার লাখেরও বেশি নথি প্রকাশ করেছে। এসবের মধ্যে বিন লাদেনের ব্যক্তিগত ডায়েরি, নথি এবং অডিও-ভিডিও ফাইল রয়েছে।

সিআইএ এ নিয়ে চারবার এ সংক্রান্ত নথি প্রকাশ করলো। জাতীয় নিরাপত্তার স্বার্থে বেশ কিছু নথি প্রকাশ করা হয় নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ।

প্রকাশিত নথি থেকে জানা যায়, আরব বসন্তের সুযোগ নিয়ে অস্থিরতার পরিকল্পনা ছিলো আল কায়দার। সেইসাথে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারেরও পরিকল্পনা ছিলো তাদের।

জব্দ করা কম্পিউটারে হলিউডের বিভিন্ন সিনেমা এবং কার্টুনের পাশাপাশি বিন লাদেনের ওপর নির্মিত তিনটি ডক্যুমেন্টারি ছিলো। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের গোপন আস্তানায় মার্কিন অভিযানে নিহত হন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ