যুক্তরাষ্ট্রর রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনিটরিং
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৩:৫৯
রাজধানী
ই-বার্তা ।। মার্কিন ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী হিদার নুয়ার্ট জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনিটরিং করছে। শনিবার সকালে গুলশানের আমেরিকান ক্লাবে রোহিঙ্গা ইস্যুতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
রোহিঙ্গাদের নিরাপত্তা দিয়ে দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেয়াই সবচেয়ে ভালো সমাধান বলে মন্তব্য করেন হিদার নুয়ার্ট। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সায়মন হেনশ জানান, রোহিঙ্গাদের ওপর নির্যাতন অব্যাহত থাকলে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রাখা হবে।
তিনি বলেন, মিয়ানমার সরকার যা করছে তা অমানবিক। দেশটি থেকে এখনো রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এতে ঘনীভূত হচ্ছে সংকট। দেশটির সেনবাহিনী যা করছে তা কোনোভাবেই কাম্য নয়।
সায়মন হেনশ আরও বলেন, মিয়ানমার সরকার যদি রোহিঙ্গাদের ফিরিয়ে না নেয় এবং তাদের ওপর নির্যাতন বন্ধ না করে তবে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র।
পরবর্তী খবর বেহাল দশা ঢামেক এর মর্গ