বিদেশী নয় দেশী ক্রিকেটার দিয়ে চমক ভাইকিংসের
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:০৮
ক্রিকেট
ই-বার্তা ।। সিলেটে চলে গেছে সব দল, এখনো ঢাকায় চিটাগং ভাইকিংস। দেশী ক্রিকেটারদের পাশাপাশি প্রায় সব বিদেশী ক্রিকেটাররা চলে আসায় পুরো দল নিয়ে অনুশীলন করেছে ভাইকিংস। সদ্য বিবাহিত তাসকিন আহমেদও যোগ দিয়েছেন অনুশীলনে। এবারের আসরে চিটাগং বাজিমাত করতে চায় ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে। এমনটাই জানিয়েছেন দলের ম্যানেজার হাসানুজ্জামান ঝরু।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের আসরের নতুন ভেন্যু সিলেটে শুরু হয়েছে বিপিএল। আবহাওয়ায় সাথে নিজেদের মানিয়ে নিতে দলগুলো অনেক আগেই চলে গেছে সিলেটে।
এক্ষেত্রে কিছুটা ভিন্ন চিটাগং ভাইকিংস। ৪ তারিখ থেকে বিপিএল শুরু হলেও ৭ নভেম্বর প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ভাইকিংস। তাই এখনো ঢাকায় অনুশীলন করছে বন্দর নগরীর দলটি।
লুক রঙ্কি, মিসবাহ, দিলশান মুনাভিরার মতো টি-টোয়েন্টির বড় তারকারা রয়েছে ভাইকিংসে। রয়েছেন আইকন প্লেয়ার সৌম্যের পাশাপাশি স্পিড স্টার তাসকিন, শুভাষিশ রায়, বিজয়দের মতো পরীক্ষিত ক্রিকেটার। তবে এ আসরে তারকাদের নিয়ে নয়, ভাইকিংস চমক দেখাতে চায় ঘরোয়া আসরে ভালো করা ক্রিকেটারদের নিয়ে।
৫ নভেম্বর সিলেট যাবে চিটাগং ভাইকিংস।
আগের খবর আগামীকাল পর্দা উঠছে বিপিএলের
পরবর্তী খবর সমতায় ফিরতে মাঠে নামছে নিউজিল্যান্ড