বৃত্তপূরণের মতো ‘২’ বাদ দিয়ে ‘শূন্য’


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | বিকাল ০৩:১৬ ক্রিকেট

ই-বার্তা ।। নিজের জার্সি নম্বরের হঠাৎ বদলের রহস্য জানাতে গিয়ে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা জানালেন, ‘শূন্য থেকেই ফের শুরু করতে চাই, তাই জার্সি নম্বর বদলে গেল।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাজশাহী-রংপুরের ম্যাচে মাশরাফিকে খুঁজে পেতে খানিক বিলম্ব হয়েছিল ভক্তদের। কারণ আর কিছুই নয়, তার জার্সি নম্বরে বদল। কারণ গতানুগতিক ২ নম্বর জার্সিধারী মাশরাফি যে এদিন নেমেছিলেন শূন্য নম্বর নিয়ে। আর এতেই যত বিভ্রান্তি।

খেলা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নও ওঠে। আর বিষয়টির জন্য মনে হয় প্রস্তুত ছিলেন ম্যাশ নিজেও।

মৃদু হেসে কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আসলে জার্সি নম্বর বদলে ফেলার কারণ দুটি। প্রথম কারণ হল- কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার গিবসের একটি ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে দেখলাম- ‘স্টার্ট ফর্ম জিরো এগেইন।’ তা দেখে খানিক অনুপ্রাণিত। এটি একটি কারণ। আর প্রধান কারণ হল- ক্যারিয়ারের শুরুতে আমার জার্সি নম্বর ছিল ‘২০।’ সেখান থেকে এক সময় ‘শূন্য’ কেটে ‘২’ করে ফেলেছিলাম। আর এবার ‘২’ বাদ দিয়ে ‘শূন্য’ রেখেছি। অনেকটা বৃত্তপূরণের মতো আরকি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ