৯/১১র ঘটনায় ক্ষতিগ্রস্তরা মামলা করলো সৌদিআরবের বিরুদ্ধে


ই-বার্তা প্রকাশিত: ২১শে মার্চ ২০১৭, মঙ্গলবার  | রাত ০৯:০০ আমেরিকা

ই-বার্তা ডেস্ক : ৯/১১’র ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ মার্কিন নাগরিক সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে।ওই ঘটনাতে আহত বা নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করা হয়।


বাদিপক্ষ দাবি করেন, আল-কায়েদার সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে এবং হামলাকারীদের তহবিল ও সমর্থন যুগিয়েছে সৌদি আরব । হামলায় জড়িত অন্তত তিন জনের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক ছিল।তারা আরো দাবি করেছে, সৌদি রাজপরিবার জড়িত না হলে ৯/১১ এর হামলা চালানো সম্ভব হতো না। মামলায় বলা হয়, ফলে ৯/১১ ঘটনায় নিহত এবং আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ দিতে সৌদি আরব বাধ্য। উল্লেখ্য ৯/১১ ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক । প্রাপ্ত আলামতের ভিত্তিতে আরো মনে করা হয় যে তাদের কারো কারো সঙ্গে সৌদি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ ছিল। ধারাবাহিক হামলায় প্রায় ৩০০০ হাজার মানুষ নিহত এবং ১০০০ ডলারর সমপরিমাণ সম্পদ ধ্বংস হয়েছে।




e-barta/a/m

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ