রোহিঙ্গা নির্যাতন বন্ধে চাপ বাড়ানঃ প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:৫৩ রাজনীতি

ই-বার্তা ।। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর অমানবিক নির্যাতন ও জোরপূর্বক বিতাড়ন শুধু অঞ্চলে নয়, গোটা বিশ্বে অস্থিরতা তৈরি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিয়ানমারকে তার নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করতে আর বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করতে কমনওয়েলথ দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন সিপিএ চেয়ারপারসন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কমনওয়েলথভুক্ত ৫২ দেশের ৫৫০জন প্রতিনিধি ও প্রায় দেড় হাজার আমন্ত্রিত অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের গৌরবময় অধ্যায়ের নানা দিক। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্রও তুলৈ ধরা হয়। উঠে আসে বাংলাদেশের ষড়ঋতুর বর্ণময় বৈচিত্র ও ভূ-প্রকৃতির সম্ভাবনার নানা চিত্র।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ