উ. কোরিয়ার পরমাণু অস্ত্র নির্ণয় ও ধ্বংস শুধু স্থলপথের অভিযানে সম্ভব


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৭:০৬ আমেরিকা

ই-বার্তা।।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগার এবং স্থাপনা কেবলমাত্র স্থল অভিযান চালিয়ে নির্ণয় এবং দখল করা যাবে। মার্কিন আইন প্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছে পেন্টাগন।

মার্কিন ডেমোক্রেট পার্টির কংগ্রেস সদস্য টেড লিউ এবং রুবেন গ্যালিগোর কাছে এ চিঠি দিয়েছেন পেন্টাগনের ভাইস ডিরেক্টর অব জয়েন্ট স্টাফ রিয়ার অ্যাডমিরাল মাইকেল জে ডুমোন্ট।

উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে দক্ষিণ কোরিয়ার বেসামরিক মানুষসহ যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন ভূখণ্ড গুয়ামের কতো মানুষ নিহত হতে পারে তাই জানতে চেয়েছিলেন এ দুই কংগ্রেস সদস্য।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তারা আশংকা করছেন সম্ভাব্য যুদ্ধে জৈব অস্ত্র ব্যবহার করতে পারে উত্তর কোরিয়া।

তারা আরো দাবি করেছেন, পিয়ংইয়ংয়ের দীর্ঘদিনের রাসায়নিক অস্ত্র কর্মসূচি রয়েছে। দেশটির স্নায়ু বিধ্বংসী, ফোসকা সৃষ্টিকারী, রক্ত দূষিতকারী এবং শ্বাসরোধক রাসায়নিক উপাদান তৈরির সক্ষমতা রয়েছে।

সম্ভাব্য যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো হিসাব পেন্টাগন দেয়নি। বরং বলেছে, যুদ্ধের ব্যাপ্তি, প্রকৃতি ও প্রচণ্ডতার ওপর এটি নির্ভর করবে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ