বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী
ই-বার্তা
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ১২:৩৯
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা।।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া পারভীন আক্তার নামে এক স্কুলছাত্রী।
জানা গেছে, আজ সোমবার দুপুরে উপজেলার রুপসদী বৃন্দাবন স্কুলের ছাত্রী পারভীনের সঙ্গে পার্শ্ববর্তী কাঞ্চনপুর গ্রামের এক যুবকের বিয়ে হওয়ার কথা ছিল।
রবিবার এক ব্যক্তি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ইউএনও মো. শরিফুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদকে নিয়ে বিকালে কনেপক্ষের বাড়িতে হাজির হন। বাল্যবিয়ের ক্ষতি সম্পর্কে তিনি অভিভাবকদের বুঝান। পরে পারভীনের অভিভাবকরা বিয়ে বন্ধের মুচলেকা দিলে তিনি চলে আসেন।
ইউএনও শরিফুল ইসলাম বলেন-‘আমি যতক্ষণ আছি, এই উপজেলায় একটি বাল্যবিয়ে হতে দেবো না।
পরবর্তী খবর দেশের প্রথম ইকো যাত্রী ছাউনি