দর্শকদের ভোগান্তি কমাতে বিপিএলের সময়সূচিতে পরিবর্তন
ই-বার্তা
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০২:১৭
ক্রিকেট
ই-বার্তা।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঢাকা পর্ব থেকে এ পরিবর্তন বলবৎ হবে। সিলেট পর্ব শেষে আগামী ১১ নভেম্বর থেকে ঢাকায় গড়াবে বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, দুপুরের ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। আর রাতের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। শুক্রবারের ম্যাচগুলো হবে ২টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায়।
ম্যাচের সমায় এগিয়ে নিয়ে আসার কারণ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন,‘দুই তিনটা কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা যখন শেষ হয় দর্শকদের বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। যানবাহন স্বল্পতা থাকে। শিশির আরেকটি কারণ। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকে। পরদিন মাঠ প্রস্তুত করতে কিউরেটরদের একটু সময় দিতে খেলাটা এগিয়ে নেওয়া আসার সিদ্ধান্ত।
উল্লেখ্য, শুধু ঢাকা পর্ব নয় ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো একই সময়সূচীতে অনুষ্ঠিত।
পরবর্তী খবর টি টেন লিগে বাংলাদেশি তিন ক্রিকেটার