স্টার্ক হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে সতর্ক করলেন
ই-বার্তা
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৬:২৪
ক্রিকেট
ই-বার্তা ।। মিচেল স্টার্ক অ্যাশেজ সিরিজের আগেই ইংল্যান্ডকে সতর্কবার্তা পাঠালেন। শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন এই অস্ট্রেলিয়ান পেসার।
সিডনির হার্স্টভিল ওভালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ তিনটি উইকেট পরপর তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্ক। ৬৭তম ওভারের চতুর্থ বলে অসাধারণ এক ইয়র্কারে জেসন বেহেনডোর্ফকে বোল্ড করেন স্টার্ক। পঞ্চম বলে আরেকটি ইয়র্কারে সিমন ম্যাকিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। ওভারের শেষ বলে ডেভিড মুডিকে বোল্ড করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন স্টার্ক।
অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছে। আগামী ২৩ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে ময়দানি লড়াই শুরু হব্ চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ১২.৫ গড়ে এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়েছেন স্টার্ক। এমন একজন বোলারকে নিয়ে সতর্ক না হয়ে ইংল্যান্ডের উপায় আছে!
আগের খবর টি টেন লিগে বাংলাদেশি তিন ক্রিকেটার
পরবর্তী খবর বিপিএলে আজকের খেলা