সিরিজ নির্ধারণ করতে রাতে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড
ই-বার্তা
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার
| সকাল ১০:১২
ক্রিকেট
ই-বার্তা।। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। থিরুভানন্থপুরামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। সুতরাং, আজকের ম্যাচে যারাই জিতবে তারাই সিরিজটি জিতে নিবে। টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।
এই ম্যাচ সামনে রেখে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার বলেছেন, ‘আমরা পাঁচজন ব্যাটসম্যান ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে খেলি। আমি এতে কখনোই কোনও ধরনের চাপ অনুভব করি না। সিচুয়েশন বা কম্বিনেশন যেমনই হোক আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে’।
তিনি আরও বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে আমরা তাদের দুইটি সিরিজেই সিরিজ নির্ধারণী ম্যাচে নিতে পেরেছি। কানপুরে তারা চাপের মধ্যে ভালো খেলেছে। এই ম্যাচে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে’।
আগের খবর বিপিএলে আজকের খেলা
পরবর্তী খবর প্রথবারের মত টি-টেন লিগ, খেলবে তিন বাংলাদেশি