চ্যাপলিনের জন্মদিনে ৬৬২ জন চার্লি চ্যাপলিন
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:১১
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। কালো জ্যাকেট, জুতা, মাথায় হ্যাট, গোঁফ, হাতে ঐতিহাসিক লাঠি এগুলো দেখলে মনে হয়ে যায় চার্লি চ্যাপলিন। মজার কৌতুক অভিনয়ে মানুষকে হাসাতে এক কথায় তার জুড়ি মেলা না ।সেই মজার অভিনেতার জন্মদিন ছিল রোববার (১৬ এপ্রিল)।
চ্যাপলিনের জন্মদিনে যেন সবাই চার্লি চ্যাপলিন হয়ে গিয়েছিলেন। একসঙ্গে ৬৬২ জন ভক্ত সমবেত হয়ে চ্যাপলিনকে স্মরণ করেন, যা বিশ্বরেকর্ড।
১৬ এপ্রিল ১৮৮৯ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন চ্যাপলিন। ২৫ ডিসেম্বর ১৯৭৭ সালে ৮৮ বছর বয়সে মারা যান এ কৌতুক অভিনেতা। চার্লি চ্যাপলিন তার শেষ দশ বছর সুইজারল্যান্ডে কাটান।
ওই মিউজিয়ামের মুখপাত্র এনিক বারবাজেট পেরিন এএফপিকে জানান, অতীতেও চার্লি চ্যাপলিনকে স্মরণে অনেক বড় জমায়েত হয়েছে। তবে এবারেরটা একজন আইন কর্মকর্তার মাধ্যমে স্বীকৃতি পেয়েছে।
ইউরোপের সব দেশ থেকে সব বয়সীরা দক্ষিণ সুইজারল্যান্ডে করসিয়ের-সার-ভেভেতে চার্লি চ্যাপলিন স্মরণে নির্মাণ করা মিউজিয়ামের সামনে জড়ো হন।
পরবর্তী খবর সালমান শাহের দুর্লভ চিঠি