দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি দরকার নাই : কাদের


ই-বার্তা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | রাত ০৮:১২ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক ।। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ফার্মের মুরগী বলে আখ্যায়িত করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন ‘সিলেটে বলেছিলাম, কাউয়া, এখানে আর কাউয়া বলবো না। কিন্তু এখানেও মনে হয় ফার্মের মুরগি ঢুকে গেছে। দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি দরকার নাই। এটা স্বাস্থ্যকর নয়।’ কাদের আরো বলেন ‘দেশি মুরগি কোণঠাসা হয়ে যাচ্ছে, ফার্মের মুরগি ঢুকতেছে। একটু খেয়াল রাইখেন।’

সোমবার মেহেরপুরের মুজিবনগরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

জনসভায় উপস্থিত কর্মীদের ‍উদ্দেশ্য করে মঞ্চে উপস্থিত নেতাদেরকে দেখিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ওখানে কোনো সমস্যা সেই, এইখানে সমস্যা। এই যে দেখেন, পুরা মঞ্চে নেতা, তো আর নেতা, বিলবোর্ডে দেখি আতি নেতা, পাতি নেতা, ছোট নেতা, বুড়া নেতা, সিকি নেতা, আধুলি নেতা, নেতার আর অভাব নাই। বাইরে দেখি এক চেহারা, বিলবোর্ডে দেখি আরেক চেহারা। নেত্রী বানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, আর একেকজনের একেক চেহারা হয়েছে। বাইরে দেখি এক আর বিলবোর্ডে দেখি আরেক চেহারা। এই অবস্থা হয়ে গেছে।’ তিনি বলেন, ‘শান্তিতে থাকুক, তবে আওয়ামী লীগের নাম দিয়ে অপকর্ম করলে বিলবোর্ডের নাম দিয়ে, এটা কিন্তু সহ্য করা হবে না। এই সব চলবে না্। আওয়ামী লীগের নামে অপকর্ম চলবে না।’

মুজিবনগর সরকার দিবস পালন না করায় বিএনপির সমালোচনাও করেন ওবায়দুল কাদের।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ