জাটকা ইলিশসহ আটক ২
ই-বার্তা
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০১৭, শুক্রবার
| সন্ধ্যা ০৭:৫৯
চট্টগ্রাম
ই-বার্তা।। ফারুক আস্তানা।।চট্রগ্রাম মীরসরাই উপজেলা বাজার ও জোরারগঞ্জ বাজার থেকে খুচরা বিক্রিয়ের জন্য আনা ৮০ কেজি জাটকা ইলিশসহ দুইব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ও নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে তাদেরকে আটক কর হয়।
"জাটকা সংরক্ষণে আইনে নিষিদ্ধ " চলতি মাসের ১ নভেম্বর থেকে আগামী বছরের ২০১৮, ৩০ জুন পর্যন্ত দশ ইঞ্চির কম জাটকা ইলিশ ধরা, বিক্রি, পরিবহণ ও মজুত করা বেআইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মীরসরাই পৌরসভা বাজার থেকে ৪৫ কেজি ও জোরারগঞ্জ বাজার থেকে ৩৫ কেজিসহ একজন করে জাটকার সাথে আটক করা হয়। আটককৃত দুইজনকে ২০০০ ও ৫০০ টাকা করে অর্থিক জরিমানা ও জাটকা ইলিশ আর বিক্রি করবেনা এই শর্তে মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত জাটকা ইলিশগুলো উপজেলার দুইটি এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের জন্য ভাগ করে দেওয়া হয়। এর আগে, গতবছর ডিসেম্বরে ৩৮০ কার্টুন জাটকা ইলিশসহ চারজনকে আটক করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।
আগের খবর মহাসড়কে ‘ভৌতিক’ অগুন !