প্রধান বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি: ওবায়দুল কাদের


ই-বার্তা প্রকাশিত: ১১ই নভেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০২:২৮ রাজনীতি

ই-বার্তা।। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কোনও পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে আমি নিশ্চিত করে বলতে পারছি না তিনি (প্রধান বিচারপতি) পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা। আমি যতটা জানি এখনও পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ ওঠার মতো জানতে পারবেন।


শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুদুয়ারা নানক শাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে প্রধান বিচারপতির পদত্যাগপত্র পাঠানোর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনিও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও এ বিষয়ে কিছু জানি না।’ শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে তিনি এই কথা জানান।

শুক্রবার মধ্যরাতে কয়েকটি বেসরকারি চ্যানেলের খবরে বলা হয়, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এস কে সিনহা। তবে শনিবার দুপুর নাগাদ কেউ এই খবর নিশ্চিত করেননি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি শুক্রবার (১০ নভেম্বর) শেষ হয়েছে। ছুটিতে থাকা অবস্থায় গত ১৩ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া যান।

উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে পড়েন প্রধান বিচারপতি এস কে সিনহা। ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। তার চাকরির মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ