মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ, নাকচ পুতিনের


ই-বার্তা প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৭, রবিবার  | সকাল ১০:৫৪ আমেরিকা

ই-বার্তা।। ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও সম্মেলনে দুই প্রেসিডেন্টের এই সাক্ষাত ছিল খুবই সংক্ষিপ্ত এবং অনির্ধারিত। তাদের মধ্যে আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক কোন আলোচনা হয়নি।

টুইটারে ট্রাম্প তার সমালোচকদের নিন্দুক ও বোকার দল অভিহিত করে লিখেছেন, তারা দুই দেশের সম্পর্ক ভালো করার ব্যপারে উৎসাহী না একেবারেই।

এপেক শীর্ষ সম্মেলনের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনার বিষয়ে। অল্প সময়েই দুই নেতার আলোচনার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের মতো বিতর্কিত ও সমালোচিত বিষয়ও ছিল।

ট্রাম্পের ভাষ্যমতে, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন যে তিনি হস্তক্ষেপ করেন নি।

ট্রাম্প আবারো তাকে একই প্রশ্ন করলে পুতিন একই উত্তর দেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের তখন বলেন, এই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট খুব অপমানিত হয়েছেন এবং এটি যুক্তরাষ্ট্রের জন্যে মোটেই ভালো কিছু নয়।

অবশ্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওই রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত করছে। বিশেষ তদন্তকারী হিসেবে রবার্ট মুলারকে নিয়োগ দেয়া হয়েছ এবং এরই মধ্যে ট্রাম্পের সাবেক কয়েকজন সহযোগীর নামও উঠে এসেছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ