বিএনপির সমাবেশস্থলের প্রস্তুতি সম্পন্ন
ই-বার্তা
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৭, রবিবার
| সকাল ১১:৪৯
রাজনীতি
ই-বার্তা।। মঞ্চ তৈরি শেষ। পেছনের অংশে বড় ব্যানার। বসানো হয়েছে বেগম খালেদা জিয়াসহ নেতাদের জন্য চেয়ার। সামনের দিকে ব্যারিকেড দেয়া হয়েছে বাঁশ দিয়ে। আশপাশে শোভা পাচ্ছে বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার।
৬০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ তৈরিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করেছেন। এছাড়া সাউন্ড সিস্টেম এবং অন্যান্য কাজের জন্য শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।
২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমিপি। রবিবার দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপি নেতারা দাবি করছেন, অতীতে রাজধানীতে বিএনপি চেয়ারপারসন যত সমাবেশে অংশ নিয়েছেন আজকের সমাবেশ একটু ব্যতিক্রম হবে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঐতিহাসিক মহাসমাবেশে রূপ নেবে।
সকাল থেকে নেতাকর্মী ও উৎসুক মানুষ সমাবেশস্থলের কার্যক্রম দেখতে ভিড় করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।