ঢাকা ডায়নামাইটসের শ্বাসরুদ্ধকর জয়


ই-বার্তা প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪৩ ক্রিকেট

ই-বার্তা ।। ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস এবারের ম্যাড়মেড়ে বিপিএলে একদিনেই চরম উত্তেজনাকর ম্যাচ উপহার দিল। সামান্য এদিক-ওদিক হলেই হার-জিত এমন ম্যাচে শেষ হাসি হেসেছে ঢাকা ডায়নামইটস। ৪ উইকেটে তারা হারিয়েছে খুলনাকে।

ব্যাটসম্যানদের হতাশাজনক দিনে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ন করে তোলেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান কাইরেন পোলার্ড ও কার্লোস ব্রাথওয়াইট।

মিরপুর স্টেডিয়ামে টসে জিতেছিল ঢাকা। ব্যাটিং করতে পাঠিয়েছিল খুলনাকে। শুরুতে ভালো সুচনা হলেও মাঝপথের ছন্দপতনে ধুকছিল খুলনা। তবে রুশো ও ব্রাথওয়াইটের ব্যাটে দেড়শ রান পার করে তারা। ৬ ছক্কায় ২৯ বলে ৬৪ রান করে ব্রাথওয়াইট। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে মাহমুদুল্লার খুলনা টাইটানস।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ঢাকা যখন ছিটকে পড়ছিল তখনই অসাধারণ ইনিংস খেলেন পোলার্ড। ৬টি বিশাল ছক্কায় ২৪ বলে ৫৫ রান করে ঢাকাকে ম্যাচে ফেরান তিনি। এরপর অপরাজিত দুই ব্যাটসম্যান জহুরুলের ৪৫ ও মোসাদ্দেকের ১৪ রানে ৪ উইকেটের জয় পায় সাকিবের ঢাকা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ