কে এই মানুশী চিল্লার যে মিস ওয়ার্ল্ড ২০১৭!


ই-বার্তা প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৭, শনিবার  | রাত ১০:২৭ অন্যান্য

ই-বার্তা ।। হতে চেয়েছিলেন চিকিৎসক, হয়ে গেলেন বিশ্বসুন্দরী। পৃথিবীর সব প্রতিযোগীদের ছাড়িয়ে এবারের মিস ওয়ার্ল্ড ২০১৭ এর মুকুট ছিনিয়ে নিলেন মিস ইন্ডিয়া মানুষী ছিল্লার। ২০১৬-এর মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভ্যাল এর হাতে বিজয়ের মুকুট পরে নিলেন ভারতের হারিয়ানার মেয়ে মানুষী।

১৯৯৭ সালে ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেন মানুশী। বাবা মিত্র বসু চিল্লার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানী। মা নিলন চিল্লার ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের নিউরোকেমিস্ট বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নয়াদিল্লির


সেন্ট থমাস স্কুলে লেখাপড়া শেষ করা মানুশী এখন ভগত ফুল
সিং সরকারি মেডিকেল কলেজে পড়ছেন। কার্ডিয়াক সার্জন হতে চাওয়া
মানুশী। ২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান। বাকিটুকু
তো এখন সবারই জানা।

ওহ! বলে রাখা ভালো, মানুশী একজন ভালো নৃত্যশিল্পীও বটে। কুচিপুড়ি (ধ্রুপদী নাচ। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামের নামানুসারে নামকরণ হয়েছে) নৃত্যকলা বেশ ভালোই জানা এই সুন্দরীর। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও বেশ কিছুদিন লেখাপড়া করেছেন তিনি। তিনি ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর মুকুট জিতলেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ