লিপু হত্যা মামলায় দুই জনের ফাঁসি
ই-বার্তা
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৩:০৭
অপরাধ
ই-বার্তা ।। আদালত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র তৌহিদুল ইসলাম লিপু অপহরণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন।
এ ছাড়া ১৮ আসামির মধ্যে ৮ জনের যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে।
বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে ৯ আসামি উপস্থিত থাকলেও এক ফাঁসির আসামিসহ বাকিরা পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩১ আগস্ট লিপুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়। পরে লিপুকে ফেরত দেয়ার জন্য অপহরণকারীরা তার বাবা ওয়াহিদুল ইসলামের কাছে ফোনে ৩ কোটি টাকা দাবি করে। পরে লিপুর বাবা বাদী হয়ে ৪ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় ছেলের বন্ধু ইমন, শুভ ও রাতুলকে আসামি করে মামলা করেন।
এর পর পুলিশ আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা লিপুকে অপহরণ ও হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে জড়িত অন্যদের নাম প্রকাশ করে জবানবন্দি দেয় আদালতে।
পরবর্তী খবর অস্ত্রের মুখে পুলিশের রেশন ছিনতাই