সাভারের নদী দূষণের কারন ট্যানারিঃ নৌমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:২৯ রাজধানী

ই-বার্তা ।। ট্যানারির কারণে সাভারের নদী দূষিত হচ্ছে। ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সচিবালয়ে নদী দখল-দূষন প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্সের সভায় বুধবার সকালে নৌমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বর্জ্য শোধনাগার বা ইটিপি বন্ধ রাখার কারণে নদী দূষণ বাড়ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে গেলেই কেবল ইটিপি চালু করা হয়, নইলে বন্ধ থাকে।

নৌমন্ত্রী আরো বলেন, ঢাকাকে ঘিরে থাকা নদ-নদীর সীমানা নির্ধারণে যে পিলার বসানো হয়েছে, তার অর্ধেকের ক্ষেত্রেই আপত্তি জানিয়েছেন ভূমি মালিকরা। তাই এগুলো যাচাই-বাছাই করে নিস্পত্তির কাজ চলছে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ