রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার-বাংলাদেশ চুক্তি


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:১৫ এশিয়া

ই-বার্তা ।। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে।

রোহিঙ্গারা আগামী দুই মাসের মধ্যেই তাদের নিজ দেশে ফিরতে শুরু করবে এমন আশাবাদের মধ্যে বৃহস্পতিবার দু’দেশের মধ্যে এই চুক্তি হলো। তবে কতদিনের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয়ে চুক্তিতে কোনো সময়সীমার উল্লেখ নেই।

বৃহস্পতিবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে তার কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠকের পর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তিটি সই হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে দেশটির স্টেট কাউন্সিলরের কার্যালয়ের মন্ত্রী কেয়াউ তিন্ত সোয়ে চুক্তিতে সই করেন।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ