দুই মামলায় খালেদার স্থায়ী জামিন আবেদন নাকচ


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:২১ রাজনীতি

ই-বার্তা ।। খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার জামিন আবেদনটি নাকচ করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য তুলে ধরতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে যান বিএনপি চেয়ারপারসন।

আদালতের কার্যক্রম শুরুর পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন এই দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন আবেদন নাকচ করে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত খালেদা জিয়াকে জামিন দেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ